মিডিয়া জায়ান্ট মেটাকে বিপুল অঙ্কের জরিমানা করা হয়েছে। মূলত প্রধান ইউরোপীয় ইউনিয়নের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থা মেটাকে জরিমানা করেছে শুক্রবার (২৭ সেপ্টেম্বর)। সুরক্ষা বা এনক্রিপশন ছাড়াই অসাবধানতাবশত কিছু ব্যবহারকারীর পাসওয়ার্ড সংরক্ষণ করার জন্য মূলত মেটাকে ৯ কোটি ১০ লাখ ইউরো বা ১০ কোটি ১৫ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন থেকে জানা যায়, পাঁচ বছর আগে ফেসবুকের মালিক কোম্পানি মেটা আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা কমিশনকে (ডিপিসি) জানিয়েছিল, তারা কিছু পাসওয়ার্ড সংরক্ষণ করেছে। এরপর শুরু হয় মেটার বিরুদ্ধে তদন্ত। মেটা সেই সময়ে ঘটনাটি প্রকাশ্যে স্বীকার করেছিল এবং ডিপিসি বলেছিল, সংরক্ষণ করা পাসওয়ার্ড তারা তৃতীয় পক্ষের সঙ্গে কখনো শেয়ার করেনি।
আইরিশ ডিপিসি ডেপুটি কমিশনার গ্রাহাম ডয়েল বিষয়টি নিয়ে এক বিবৃতিতে বলেন, এটি ব্যাপকভাবে স্বীকৃত যে, কোনোভাবেই ব্যবহারকারীর পাসওয়ার্ড সংরক্ষণ করা উচিত নয়। এই ধরনের ডেটা অ্যাকসেস থাকলে ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের ঝুঁকি থাকে।
ডিপিস ইউরোপীয় ইউনিয়নে মার্কিন ইন্টারনেট কোম্পানিগুলোর প্রধান নিয়ন্ত্রক সংস্থা। এটি আয়ারল্যান্ডে অবস্থিত কারণ, বেশির কোম্পানিই এই দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে তাদের কার্যক্রম পরিচালনা করে।
মেটার একজন মুখপাত্র বলেছেন, কোম্পানি ২০১৯ সালে একটি নিরাপত্তা পর্যালোচনার সময় বিষয়টি শনাক্ত করে। এরপর তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থান নিয়েছে। এর মধ্যে পাসওয়ার্ডগুলোর কোনো অপব্যবহার হয়েছে বা ভুলভাবে তৃতীয় পক্ষকে অ্যাকসেস দেয়ার হয়েছে, এমন কোনো প্রমাণ তারা পায়নি। পুরো তদন্তের সময় মেটা ডিপিসিকে সহযোগিতা করেছে।
আমাদের ইউটিউব চ্যানেল