Header Ads Widget

এসএসসি পাসেও আবেদন করা যাবে বিজিবিতে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী-শিশু ও মাদক পাচারসহ যেকোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে।

ফাইল: ছবি
 এ বাহিনীতে ডিজিটাল পদ্ধতিতে ১০৩তম ব্যাচে সিপাহি (জিডি) পদে পুরুষ ও নারী উভয় প্রার্থী নেয়া হবে।
 
এ নিয়ে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
 
আবেদন করার শিক্ষাগত যোগ্যতা-
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিপাহি পদে আবেদনের জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–২.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
 
অন্যান্য যোগ্যতা
 
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে ৫ ফুট ৬ ইঞ্চি, নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। পুরুষ প্রার্থীদের ওজন হতে হবে ৪৯.৮৯৫ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। অন্যদিকে নারী প্রার্থীদের ক্ষেত্রে ওজন ৪৭.১৭৩ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে। উভয় প্রার্থীদের দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।
 
বয়স-
 
২৬ জানুয়ারি ২০২৫ তারিখে পুরুষ ও নারী উভয় প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।
 
বৈবাহিক অবস্থা-
অবিবাহিত। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।
 
যেভাবে আবেদন-
 
বর্ডার গার্ড বাংলাদেশের নিয়োগসংক্রান্ত এ ওয়েবসাইটের https://joinborderguard.bgb.gov.bd/ মাধ্যমে ছয়টি ধাপ অনুসরণ করে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
 
আবেদন ফি-
১০০ টাকা
 
যেসব কাগজপত্র আনতে হবে-

ভর্তির সময় প্রার্থীকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের মূল/প্রভিশনাল সনদ, সংশ্লিষ্ট স্কুল বা কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক এইচএসসি বা সমমান এবং এসএসসি বা সমমান পাসের প্রশংসাপত্র (যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্মতারিখ উল্লেখ থাকবে), অভিভাবকের অনুমতিপত্র, ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনারের কাছ থেকে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সনদ, চারিত্রিক সনদ, সদ্য তোলা ১১ কপি পাসপোর্ট সাইজের ছবি, অবিবাহিত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সত্যায়িত ফটোকপি এবং প্রবেশপত্রের কপি সঙ্গে আনতে হবে।
আবেদনের সময়সীমা- ১০ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

আবেদন প্রণালী

Application Procedures

 

-   চলমান বিজ্ঞপ্তি থেকে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদনের জন্য বিস্তারিত তথ্য যাচাই করে নিন, অতঃপর নিম্নোক্ত ধাপ গুলো সম্পন্ন করে আবেদন করুন :

- ভিডিও লিংক থেকে বিস্তারিত জেনে নিতে পারেন
  • ধাপ - ১: যোগ্যতা পরীক্ষা
    • নিয়োগ বিজ্ঞপ্তি হতে "আবেদন করুন"  বাটনে ক্লিক করুন।
    • আবেদনের পূর্বে আবেদন প্রণালীর ধাপ গুলো ভালোভাবে পড়ুন।
    • "এগিয়ে যান" বাটনে ক্লিক করুন।
    • যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন।
  • ধাপ - ২: রেজিস্ট্রেশন
    • আপনি যোগ্য হলে নিজের মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেইল ঠিকানা থাকে তাহলে ইমেইল ঠিকানা দিন অতঃপর "এগিয়ে যান" বাটনে ক্লিক করুন।
    • আপনার মোবাইলে ৪ সংখ্যার একটি (ওটিপি) কোড যাবে, ইনপুট বক্সে (ওটিপি) কোডটি লিখুন অতঃপর "যাচাই করুন" বাটনে ক্লিক করুন।
    • আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে এবং এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে অতঃপর নিচে "লগইন পেইজে যান" বাটনে ক্লিক করুন।
  • ধাপ - ৩: আবেদন ফি জমা
    • আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে "লগইন করুন" বাটনে ক্লিক করুন।
    • "ফি প্রদান করুন" বাটনে ক্লিক করুন।
    • আপনার ব্যাংকিং কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন।
  • ধাপ - ৪: শিক্ষাগত যোগ্যতা যাচাই
    • আপনার এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার তথ্য (শিক্ষা বোর্ড, পরীক্ষার বছর, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর) প্রদান করে যাচাই করুন।
    • আপনার দেয়া তথ্য সঠিক না হলে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন।
  • ধাপ - ৫: ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড
    • শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।
    • ফরমে থাকা ইনপুট ফিল্ড গুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করুন।
    • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন।
    • "আমার দেওয়া সমস্ত তথ্য গুলো সঠিক" চেক বক্সে ক্লিক করে "পরবর্তী ধাপে যান" বাটনে ক্লিক করুন।
    • তথ্যে কোন ভুল থাকলে "তথ্য পরিবর্তন করুন" বাটনে ক্লিক করে পুনরায় এডিট করুন।
    • তথ্য যাচাই করুন, একবার তথ্য সাবমিট করার পরে পরিবর্তন করা যাবে না
    • সমস্ত তথ্য সঠিক থাকলে "আপনি কি আপনার তথ্য জমা দিতে চান?" চেকবক্সে ক্লিক করে "সাবমিট করুন" বাটনে ক্লিক করুন।
  • ধাপ - ৬: এডমিট কার্ড ডাউনলোড
    • এডমিট কার্ড তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এডমিট কার্ড তৈরি হলে আপনার মোবাইল নাম্বারে এসএমএস প্রদান করা হবে। এডমিট কার্ড তৈরি হয়ে গেলে এই ওয়েবসাইটে আপনার প্রোফাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে এডমিট কার্ড ডাউনলোড করুন। এডমিট কার্ডটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে।

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ ভর্তির ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকুন

  • বিজিবিতে সিপাহী পদে ভর্তি কেবলমাত্র সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি ও মোবাইল এসএমএস এ উল্লিখিত তারিখ ও স্থান অনুযায়ী বিজিবি রিক্রুটিং টিমের মাধ্যমেই হয়ে থাকে। বিচ্ছিন্ন কোন স্থান, সময় বা ব্যক্তিবর্গের মাধ্যমে নয়।
  • সরকারী জাতীয় পত্রিকা, বিজিবি ওয়েবসাইট এবং বিজিবি কর্তৃক প্রচারিত পোষ্টার ছাড়া অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা পোর্টালে বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না।
  • বিজিবিতে কেবলমাত্র রিক্রুটিং অফিসার কর্তৃক সরাসরি লোকভর্তি ও নিয়োগপত্র প্রদান করা হয়ে থাকে।
  • বিজিবিতে ভর্তির বিষয়ে কোন প্রকার আর্থিক লেনদেন এর ঘটনা প্রমানিত হলে চাকুরী জীবনের যে কোন সময় শাস্তি প্রদানসহ চাকুরীচ্যূত করা হয়।
  • প্রতারক সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ রিক্রুটিং অফিসারকে অবহিত করুন। প্রতারকের কবল থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান।

আপনার যোগ্যতা প্রমাণ করুন

যোগাযোগ

joinbgb.helpdesk@bgb.gov.bd

01669600800, 02223361436, 01669600888

বর্ডার গার্ড বাংলাদেশ, পিলখানা, ঢাকা।

বর্ডার গার্ড কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত, কপিরাইট ⓒ ২০২৩ ।