Header Ads Widget

ভারতে বাংলাদেশি নীল ছবির অভিনেত্রী গ্রেপ্তার


জাল পাসপোর্ট ব্যবহারের অভিযোগে ভারতে এক বাংলাদেশি নীল ছবির অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, রিয়া বার্দে নামের এই বাংলাদেশি ভারতে স্থায়ীভাবে থাকতে জাল পাসপোর্ট তৈরি করেছিলেন।

তাকে মুম্বাই থেকে ৫০ কিলোমিটার দূরের উল্লাসনগরের হিললাইন পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে।

পুলিশের কাছে গোপন খবর আসে মুম্বাইয়েল নাভালি এ-র অম্বরনাথে একটি বাংলাদেশি পরিবার জাল কাগজপত্র ব্যবহার করে বসবাস করছে। এরপর এ নিয়ে তদন্ত শুরু হয়। এতে তাদের প্রতারণার বিষয়টি উঠে আসে।

তদন্তে আরও জানা যায় সেখানকার এক স্থানীয় ব্যক্তি রিয়া এবং তার তিন সহযোগীর জন্য ভুয়া কাগজপত্র তৈরি করেন। যেন তিনি ভারতে থাকতে পারেন। হিললাইন পুলিশ রিয়া এবং চারজনের বিরুদ্ধে দুটি ধারায় মামলা করেছে। এসবের সঙ্গে জড়িত সবাইকে ধরতে অভিযান চালানো হচ্ছে।


ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, বাংলাদেশি অভিনেত্রী রিয়া বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। এরমধ্যে ভারতীয় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার প্রোডাকশনেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, রিয়াকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি তার মায়ের সঙ্গে থাকতেন। তার মা এক ভারতীয়কে বিয়ে করেছেন যেন তারা সেখানে থাকতে পারেন।


সিনেমার কাজের টোপ দিয়ে নারীদের নীল সিনেমায় কাজ করতে বাধ্য করতেন ভারতের বারসাতে একটি চক্র। বছরখানেক আগে সেই চক্র ধরা পড়ে। হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায় ওই চক্র নারীদের সিনেমায় কাজের সুযোগ দেয়ার নাম করে অশালীন কাজে বাধ্য করতেন।

বছরখানেক আগের সেই ঘটনা আবার সামনে এসেছে কারণ সম্প্রতি সেই মামলায় গ্রেপ্তার ৬ জনকে ১০ বছরের জেলের নির্দেশ দিয়েছে আদালত

 এভাবেই দিনের পর দিন নিজেদের অপকর্ম চালিয়ে গেছে চক্রটি। উত্তর চব্বিশ পরগনা তো বটেই, দক্ষিণ চব্বিশ পরগনা, নিউটাউন, বকখালিসহ একাধিক স্থানের নারীরা এই ফাঁদে পড়েছিলেন।

এরপর পুলিশে অভিযোগ দায়ের হতে শুরু হয় তদন্ত। একে একে গ্রেপ্তার হন অভিযুক্তরা। চলতি সপ্তাহে বারাসাত আদালতের বিচারপতি অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে। এরপর এই ৬ জনকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।