তবে আমরা থাকতে আপনি আজীবন সিঙ্গল থেকে যাবেন, এমনটা হয় নাকি! না, আমরা আপনাকে প্রেমের সাগরে ভাসিয়ে দেবই। আর শুধু ভাসিয়ে দেওয়াই নয়, বরং সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্বও আমাদের। তাই আর দেরি না করে মাত্র ৭ দিনেই ‘দিলরুবার’ মনের স্থায়ী বাসিন্দা হওয়ার কৌশল জেনে নিন ঝটফট।
১. পরিকল্পনাই শেষ কথা
২. ফ্যাশন ট্রেন্ড মেনে চললেই হাতেনাতে মিলবে ফল
কথায় আছে, প্রথমে দর্শনধারী, তারপর গুণবিচারি। তাই নিজের ভালো চাইলে, অদ্ভুত সাজ সেজে পছন্দের মহিলার সঙ্গে আলাপ করতে চলে যাবেন না। বরং মনের মানুষের পছন্দ অনুযায়ী পোশাক পরার চেষ্টা করুন। আর এখানেই কাজে আসবে আপনার ‘রেকি’। আপনি নিশ্চয়ই খোঁজ নিয়ে ফেলেছেন যে আপনার পছন্দের নারী ওয়েস্টার্ন না ইন্ডিয়ান ড্রেস পছন্দ করেন। এবার সেই তথ্যকে কাজে লাগানোর পালা। এক্ষেত্রে তাঁর পছন্দ মতোই নিজেকে সাজিয়ে তুলতে হবে। এতেই দেখবেন তাঁর নজর সরাসরি গিয়ে পড়েছে আপনারই দিকে।
৩. লজ্জা ছাড়িয়ে আলাপ জমান
অনেকেই মহিলাদের সঙ্গে কথা বলতে লজ্জা পান। আর এটাই তাঁদের ভালোবাসার ক্ষেত্রে অন্তরায়। তাই এই ভুল আর করলে চলবে না। বরং এক বুক শ্বাস নিয়ে মন শান্ত করুন। তারপর আত্মবিশ্বাসের সঙ্গে তাঁর সঙ্গে আলাপ জমান। নিজের পরিচয় দিন। এটাই হল আপনার প্রথম কাজ। তাই যত দ্রুত সম্ভব এই কাজটা সেরে ফেলুন। নইলে যে প্রেমের গাড়ি এগতেই পারবে না!
৪. কফি ডেটে যেতে হবে মশাই
প্রথম সাক্ষাতের পর আর সময় নষ্ট করা যাবে না। যত দ্রুত সম্ভব দ্বিতীয় সাক্ষাতের ছুঁতো খুঁজতে হবে। আর কোনও ক্রমে তাঁর দেখা পাওয়া সম্ভব হলেই কফি খাওয়ার কথা তুলতে ভুলবেন না যেন! আশা করছি একসঙ্গে বসে কফি খেতে মানা করবেন না পছন্দের নারী।
এরপর কাছের কোনও কফি শপে বসে পড়ুন। ঝটপট খাবার অর্ডার করে ফেলুন। আর খাবার যতক্ষণ না আসে ততক্ষণ নিজের এবং পরিবার সম্পর্কে একটা ছোটখাট ইন্ট্রো দিন। তবে শুধু নিজে কথা বলে গেলেই হবে না। বরং প্রিয়তমার বিষয়েও জানারা চেষ্টা করুন। এই কথপোকথনের মাধ্যমেই কথা এগবে।
. অপেক্ষা নয়
এভাবে দুই তিন দিন কথা বলার পর আর দেরি করা চলবে না। বরং একটা গোলাপ আর ডার্ক চকোলেট কিনে তাঁর সঙ্গে দেখা করতে চলে যান। তারপর মনের কথা ঢেকে না রেখে সরাসরি বলে দিন। একটু রোম্যান্টিক অবতারে প্রোপোজটা সেরে ফেলুন। প্রয়োজনে প্রোপোজ করার আগে শাহরুখ খানের দুই-তিনটে ফিল্ম দেখে নিন। কিং খানের দেখানো কৌশলে প্রোপজটা সেরে ফেলতে পারলে আর প্রিয়তমা ‘না’ করতে পারবেন না। আর আপনার মিশনও হয়ে যাবে কমপ্লিট।
ধন্যবাদ।
আমাদের ইউটিউব চ্যানেল