শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক নারীর মরদেহের সঙ্গে ভেসে এসেছে তার শিশু সন্তান। তবে মায়ের পরিচয় জানাতে পারেনি শিশুটি। ধারনা করা হচ্ছে মৃত নারীটি ওই শিশুর মা।
শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘবেড় এলাকায় মায়ের সঙ্গে শিশুটি ভেসে আসে। এ নিয়ে পাহাড়ি ঢলে নালিতাবাড়ীতে তিন জনের মৃত্যু হয়েছে।
এদিকে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার সকাল থেকে পাহাড়ি ঢলে মহারশী, সোমেশ্বরী, ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে মহারশী ও ভোগাই নদীর তীরবর্তী বাঁধ ভেঙে আশপাশের গ্রাম প্লাবিত হয়। যা পরবর্তীতে বন্যার বৃষ্টি করে।
বন্যা থেকে বাঁচতে অনেকেই বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। কিন্তু ঝিনাইগাতী এবং নালিতাবাড়ী উপজেলার অনেক মানুষ এখনো নিরাপদ স্থানে যেতে পারেনি। ঝিনাইগাতিতে ফায়ার সার্ভিস সারাদিন উদ্ধারকাজ করলেও সন্ধার পর থেকে তা বন্ধ করে দেয়।
আমাদের ইউটিউব চ্যানেল