ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার নায়ম শাকিব খান। একের পর এক সিনেমা দিয়ে দর্শক মাতাচ্ছেন তিনি। এই নায়কের পরপর সবশেষ তিনটি সিনেমা ব্লকবাস্টার তকমা পেয়েছে। ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে নিজেকে নতুন ভাবে উপস্থাপন করেছেন শাকিব খান।বিশেষ করে ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ ঢালিউড ইন্ডাস্ট্রির সকল সিনেমার আয়ের রেকর্ডে ভেঙেছে। এই সিনেমাগুলোর সাফল্য দেশ ছাড়িয়ে বহির্বিশ্বে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়েছে।
বিগত কয়েক বছরে খুব সতর্ক হয়ে সিনেমা নির্বাচন করে কাজ করেছেন তিনি। গল্পকে গুরুত্ব দেয়ার পাশাপাশি সিনেমায় নিজের উপস্থাপন নিয়েও সচেতন ছিলেন তিনি। তার নতুন সিনেমা ‘বরবাদ’ ক্ষেত্রেও একই কাজ করলেন শাকিব খান। শতাধিক নাটক নির্মাণের পর ‘বরবাদ’ দিয়ে প্রথম সিনেমা নির্মাণে আসছেন মেহেদী হাসান হৃদয়। গতবছর অক্টোবর শাকিবকে এতে চুক্তিবদ্ধ করিয়েছেন। আগামী মাসের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। তার আগে ‘বরবাদ’ নিয়ে মন্তব্য করতে চাননি নির্মাতা।

তুফান সিনেমার দৃশ্যে শাকিব খান। ছবি: সংগৃহীত
তবে এই সিনেমা সংশ্লিষ্টদের মতে সংশ্লিষ্টদের তথ্যমতে, ‘বরবাদ’ সিনেমার বাজেট হতে চলেছে ১৫ কোটি টাকা। যেটা বাংলাদেশের যেকোনো সিনেমা তৈরির ক্ষেত্রে রেকর্ড। জানা যায়, সিনেমার ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে।
পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, প্রযোজকদের কাছে যা চেয়েছি তারা কিছুতে না করেননি। এছাড়া অনেক সারপ্রাইজ রয়েছে। যা করছি সবকিছু দর্শকদের জন্য করছি। আমাদের বিশ্বাস কেউ হতাশ হবে না। এতটুকু বলতে চাই, একবার দর্শকরা ‘বরবাদ’ টিমকে বিশ্বাস করুক। বাকিটা স্ক্রিনে দেখতে পাবে।

‘প্রিয়তমা’ সিনেমার দৃশ্যে শাকিব খানের সঙ্গে ইধিকা পাল। ছবি: সংগৃহীত
মুম্বাইয়ের এজাজ মাস্টারসহ ‘এ গ্রেড’র কয়েকজন অ্যাকশন মাস্টার রয়েছেন। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ। এছাড়া গানে প্রীতমসহ থাকছেন বলিউডের শিল্পীরা।
আমাদের ইউটিউব চ্যানেল