পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জাতীয় সংসদে এক বক্তৃতায় বলেছেন, আমরা ইরানের পাশে আছি এবং প্রতিটি আন্তর্জাতিক ফোরামে তাদের স্বার্থ রক্ষায় সমর্থন জানাব।
তিনি আরও বলেন, ইরান, ইয়েমেন ও ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। মুসলিম জাতি যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমাদের প্রত্যেককে একই পরিণতি ভোগ করতে হবে।
তিনি পুরো মুসলিম জাতিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান জানিয়েছেন। এছাড়া ইরানের পাশে দাঁড়াতে একটি কর্মপরিকল্পনা তৈরিতে ইসলামিক সহযোগি সংস্থাকে (ওআইস) জরুরি বৈঠকের আয়োজন করতে বলেছেন।
আসিফ বলেন, ইরানের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে। তাই তেহেরানের কঠিন সময়ে ইসলামাবাদ তাদের পাশে দাঁড়িয়েছে।
এদিকে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানে ইসরায়েলি হামলাকে দেশটির স্বার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেছেন।
প্রসঙ্গত, পাকিস্তানের এবং ইরানের মধ্যে ৭৫০ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে।
আমাদের ইউটিউব চ্যানেল