Header Ads Widget

রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না: সাবেক ঢাবি ভিসিকে শেখ হাসিনা।

     ময়মনসিংহের জনতার কন্ঠ, সিনিয়র রিপোর্টার

রাজাকারদের শাস্তির প্রসঙ্গ টেনে আন্দোলনকারীদেরও হুমকি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামালের সঙ্গে গত বছরের ১৪ জুলাই রাতের ফোনালাপে তিনি বলেন—

> “রাজাকারের কী অবস্থা হয়েছে দেখিস নাই? সবগুলোকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়বো না।”


📅 সোমবার (১১ আগস্ট) সেই মোবাইল কথোপকথনের অডিও রেকর্ড প্রকাশ্যে এসেছে।

অডিওতে শেখ হাসিনার বক্তব্য

ফোনে শেখ হাসিনা আরও বলেন—

> “ইংল্যান্ডে ছাত্ররাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে মেরে ফেলেছিলো, ঐ রকম অ্যাকশন নেয়া ছাড়া আর কোন উপায় নাই।”

এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তুলেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

ঘটনার পটভূমি

২০২৪ সালের মধ্যভাগে দেশে ব্যাপক গণঅভ্যুত্থান শুরু হলে, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে শেখ হাসিনা বিদেশে চলে যান। ওই সময় ছাত্র আন্দোলন ঢাকাসহ সারাদেশে তীব্র আকার ধারণ করে।


📢 আমাদের অবস্থান:
ময়মনসিংহের জনতার কন্ঠ সবসময় সত্য ঘটনা তুলে ধরে এবং ন্যায়ের পক্ষে অবস্থান নেয়। গণতন্ত্র ও নাগরিক অধিকারের প্রতি আমাদের প্রতিশ্রুতি অবিচল।

📌 প্রতিদিন নতুন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন: ময়মনসিংহের জনতার কন্ঠ


হ্যাশট্যাগ:
#ময়মনসিংহেরজনতারকন্ঠ #SheikhHasina #রাজনীতি #বাংলাদেশ #ঢাবি