গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম
২০২০ সালে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ভূমিকম্প সম্পর্কে সতর্ক করতে গুগল নিজেদের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম চালু করে। এর মাধ্যমে ভূপৃষ্ঠের কম্পন পর্যালোচনা করে ভূমিকম্পের সতর্কবার্তা পাঠিয়ে থাকে গুগল।
জনপ্রিয় সার্চ ইঞ্জিনটির তথ্যমতে, য়অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মূলত স্মার্টফোনে থাকা ক্ষুদ্র অ্যাক্সিলোমিটারের মাধ্যমে ভূপৃষ্ঠের কম্পন পর্যালোচনা করে ভূমিকম্পের সতর্কবার্তা পাঠায় আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম। এটি ভূমিকম্পের উৎস ও মাত্রা সম্পর্কে প্রাথমিক তথ্য দেয়ার পাশাপাশি ব্যবহারকারীকে নিরাপদ থাকার পরামর্শও দিয়ে থাকে।
এই ফিচার চালু করার জন্য প্রথমে স্মার্টফোনের সেটিং অপশনে গিয়ে ‘সেফটি অ্যান্ড ইমার্জেন্সি’ অপশনে যেতে হবে। তারপর সেখান থেকে ‘আর্থকোয়েক অ্যালার্টস’ নির্বাচন করতে হবে। সবশেষে পরের ধাপে আর্থকোয়েক অ্যালার্টস অপশন চালু করতে হবে।
‘মাই আর্থকোয়েক’
ভূমিকম্পের সতর্কবার্তা পেতে বিশ্বজুড়ে প্রায় এক কোটিরও বেশি মানুষ অ্যান্ড্রয়েডে মাই আর্থকোয়েক অ্যালার্টস ম্যাপ অ্যাপটি ব্যবহার করে থাকেন। এটি মূলত ভূমিকম্প পর্যবেক্ষণ অ্যাপ। যা ভূমিকম্প সম্পর্কিত নানা প্রয়োজনীয় তথ্য দিয়ে থাকে। অ্যাপটি বিনামূল্যে এই ঠিকানা থেকে নামিয়ে ব্যবহার করা যাবে। এছাড়াও অ্যাপটির আইওএস সংস্করণ পাওয়া যাবে এই ঠিকানায়।
বিশ্বজুড়ে প্রায় ১০ লাখ ব্যবহারকারী এই অ্যাপটি ব্যবহার করেন। ভূমিকম্প শনাক্ত করতে সক্ষম এই অ্যাপটি বিনামূল্যে পাওয়া যাবে এই ঠিকানায়।
আমাদের ইউটিউব চ্যানেল