তিনি দুই দিন আগেই দেশে ফিরে গেছে। তাই যখন তিনি ফোন দিলেন, মোটেও ভাবিনি এমন কিছু হবে। প্রথমে বিশ্বাসই করতে পারিনি। পরে যখন আরও ফোন আসতে শুরু করল, বুঝলাম-হয়তো সত্যিই কিছু একটা ঘটেছে।
ক্রমে ফোনে ও মেসেজে শুভেচ্ছা আসতে থাকলে তিনি নিশ্চিত হন-হ্যাঁ, তিনি সত্যিই নতুন একটি মাসেরাতি গাড়ির মালিক! ‘এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো না,’ আবেগঘন কণ্ঠে বলেন রুবেল। '১২ বছর ধরে চেষ্টা করেছি-শেষমেশ এই অবিশ্বাস্য পুরস্কারটা আমার হাতে এসেছে।'
যদিও পুরস্কারটি চোখ ধাঁধানো, রুবেল এর ব্যবহারটা করছেন খুবই বাস্তবসম্মতভাবে। তিনি গাড়িটি বিক্রি করে টাকা সমানভাবে ভাগ করে দেবেন তাদের যৌথ গ্রুপের সব সদস্যদের মধ্যে।
‘আমি গাড়িটা বিক্রি করে ক্যাশ করব, আর সেই টাকাটা আমাদের গ্রুপের সবাইকে ভাগ করে দেব,’ জানান তিনি। বিগ টিকিটের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হলোএত বড় পুরস্কার জেতার পরও রুবেলের উত্তেজনা থামছে না। বরং তিনি জানালেন—এতে তার বিগ টিকিটের প্রতি বিশ্বাস আরও গভীর হয়েছে। ‘আমি বিগ টিকিট কিনে যেতে চাই এবং অন্যদেরও উৎসাহ দিই-কখনো কখনো একটি সিদ্ধান্তই জীবনে এনে দিতে পারে অবিস্মরণীয় মুহূর্ত,' বলেন তিনি।বিগ টিকিটের টিকিট অনলাইনে কিংবা জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল আইনের বিমানবন্দরের কাউন্টারে পাওয়া যায়।
আমাদের ইউটিউব চ্যানেল