Header Ads Widget

রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ


রাজধানীর শান্তিনগর, মগবাজার ও মৌচাক এলাকায় পৃথক তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টা থেকে কয়েক মিনিটের ব্যবধানে পৃথক এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিকেলে ফ্লাইওভারের উপরে চলন্ত কোনো যানবাহন থেকে ককটেলগুলো নিচে ছুড়ে মারা হয়েছে। 

এর আগে গত শনিবারও (১৩ ডিসেম্বর) মৌচাক ও শান্তিনগর এলাকা ছাড়াও রাজধানীর মিরপুরে পৃথক চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ওইদিন বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে পৃথক এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরমধ্যে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১ নম্বরের মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদের ওপর থেকে ফুটপাতে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই সময় বিকট শব্দে বিস্ফোরণে মার্কেটের সামনের ফুটপাতের এক দোকানি আহত হন।

এছাড়াও শনিবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ নম্বরের পুলিশ বক্সের কাছে পৃথক একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি ওইদিন রাত সোয়া ৮টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকার পশ্চিম সিগন্যালের কাছে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ওই সময় ককটেলটি সিগন্যালের কাছের একটি বটগাছে থাকা বিজ্ঞাপনের বিলবোর্ডে লেগে বিস্ফোরিত হয়। তবে দু’টি ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

অন্যদিকে শনিবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর মৌচাক ক্রসিংয়ে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায়ও কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।